ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ৬ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বরগুনায় আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ৬ জুয়াড়ি আটক

বরগুনা: বরগুনা শহরে আবাসিক হোটেল আলম থেকে ইয়াবাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযান টিম।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ইয়াবা সেবনরত ও জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরগুনার আমতলী উপজেলর চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মহাসিন হাওলাদার, বরগুনা শহরের ব্যবসায়ী স্বপন মৃধা, গোপাল সাহা, কামাল হোসেন তমাল, (জুয়ারী) চন্দন মিয়া ও রিপন।

বরগুনা জেলায় গেয়েন্দা পুলিশের পুলিশ পরির্দশক মো. বশির আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ও ৫৯ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।