ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিপণ না পেয়ে সাত বছরের শিশুকে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
মুক্তিপণ না পেয়ে সাত বছরের শিশুকে হত্যা, আটক ১

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অপহরণ করে মুক্তিপণ না পেয়ে শাহ পরান নামে সাত বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার একটি ডুবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহ পরান উপজেলার শিবজয়নগর গ্রামের ব্যবসায়ী সাবাশ আলীর ছেলে এবং বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, ৬ জানুয়ারি বাড়ির পাশের একটি দোকানের সামন থেকে নিখোঁজ হয় শাহ পরান। পরদিন তার বাবা সাবাশ আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর একদিন পর অপহরণকারীরা তার বাবার মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে।

মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম রাজু আহমেদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় মঙ্গলবার শিবজয়নগর গ্রামের তাউস মিয়ার ছেলে জালাল মিয়াকে (২৫) মৌলভীবাজারের বড়লেখা থেকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।