ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর থেকে প্রবাসী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বিমানবন্দর থেকে প্রবাসী নিখোঁজ

মৌলভীবাজার: মৌলভীবাজার জুড়ি উপজেলার এক ইটালি প্রবাসী দেশে ফেরার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) থেকে জাহাঙ্গীর আলম বাবলু নামের ওই প্রবাসী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উৎকন্ঠায় দিন পার করছেন তার পরিবার।

নিখোঁজ জাহাঙ্গীর আলম বাবলু মৌলভীবাজার জুড়ি উপজেলার উত্তর ভবানীপুর এলাকার আব্দুল হাসিবের ছেলে।

নিখোঁজ বাবলুর ছোট ভাই জাহিদুল ইসলাম সপু বাংলানিউজকে জানান, শনিবার ইটালি থেকে ফ্লাই আমিরাতের একটি ফ্লাইটে বাবুলের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেট ওসমানী বিমানবন্দর আসার কথা। কিন্তু সর্বশেষ তথ্যমতে তিনি ঢাকা বিমানবন্দর পর্যন্ত আসেন। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, আমরা ঘটনা শুনেছি। এ বিষয়ে ঢাকা বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।