ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন তাহজীব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন তাহজীব

সংসদ ভবন থেকে: কর্মকর্তাদের সহনীয় মাত্রায় ঘুষ খাওয়ার কথা বলায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন স্বতন্ত্র থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। তিনি এও বলেছেন, নিশ্চয়ই একটি সফল, সার্থক সরকারের ভাবমূর্তি কোনো দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির লাগামহীন বক্তব্যে ভুলুণ্ঠিত হতে পারে না।
 

মঙ্গলবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় নামাজের বিরতীর পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন তাহজীব আলম সিদ্দিকী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে তিনি বলেন, অতি কথন দুষ্টে দুষ্ট আমাদের শিক্ষামন্ত্রী।

তার অতি-বির্তর্কিত মন্তব্যে নিশ্চয়ই সরকারের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ন হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তিনি বলেন, শিক্ষাভবনে কর্মকর্তাদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সরকারি কর্মকর্তাদের বলেছেন, ‘আপনারা সহনীয় পর্যায়ে ঘুষ খাবেন, ঘুষ না খেতে বলার নৈতিক সাহস আমার নেই। কারণ আমি ঘুষ খাই, মন্ত্রীরা ঘুষ খায়’।

তিনি বলেন, সফল মন্ত্রীরা যারা স্বচ্ছতা ও সততার সঙ্গে সব বির্তকের ঊর্ধ্বে  থেকে কাজ করে যাচ্ছেন। তাদের কাছে প্রথমে শিক্ষামন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার অনুরোধ করছি, আবেদন করছি, নিবেদন করছি।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীকে অবশ্যই সংসদে দাঁড়িয়ে তার বক্তব্যের ব্যাখা দিতে হবে এবং সত্যি সত্যি উনি যদি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হন, তাহলে সমগ্র সরকারকে বিতর্কিত না করে নিজ পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া উচিত। নিশ্চই একটি সফল, সার্থক সরকারের ভাবমূর্তি কোনো দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির লাগামহীন বক্তব্যে ভুলুন্ঠিত হতে পারে না। বিশেষ করে যারা নির্বাহী দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখবেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।