ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় মো. আউয়াল (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে পাথরঘাটা-টেংরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আউয়াল পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিল হাওলাদারের ছেলে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ বলেন, কাওছার উপজেলার টেংরা বাজার থেকে মোটরসাইকেলে করে পাথরঘাটায় আসছিল। এ সময় ৫নং ওয়ার্ডের মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আউয়াল ভাড়ায় মোটরসাইকেল চালাতো। পরিবারের সদস্যদের অন‍ুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।