ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দেশব্যাপী উন্নয়ন মেলা ১১-১৩ জানুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
দেশব্যাপী উন্নয়ন মেলা ১১-১৩ জানুয়ারি

ঢাকা: সরকারের বহুমুখী উন্নয়ন তৎপরতা ও সাফল্য জনগণের কাছে তুলে ধরতে আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি সব জেলা ও উপজেলায় উন্নয়ন মেলা আয়োজন করেছে সরকার। 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সামনে রেখে ১১ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে একযোগে দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করবেন।  
 
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীতের লক্ষ্যে সরকারের উন্নয়ন তৎপরতা প্রচারের জন্য এ মেলার আয়োজন করা হচ্ছে বলে মঙ্গলবার (৯ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
দেশ-বিদেশের সব প্রান্তে থাকা বাংলাদেশের মানুষ যাতে সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন, সেই লক্ষ্যে এই মেলা শুধু জেলা-উপজেলায় নয়, হবে বিদেশের মাটিতেও। বাংলাদেশ দূতাবাসগুলোও সুবিধামতো এ মেলার আয়োজন করবে।  
 
গত বছরের ১৪ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রদত্ত নির্দেশনা অনুসারে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সিনিয়র সচিব-সচিবরা সরেজমিনে মেলার মাঠ পর্যায়ে তদারকি ও সমন্বয় করছেন।
 
মেলা বাস্তবায়ন পরিবীক্ষণের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক খলিলুর রহমান।  
 
১১ থেকে ১৩ জানুয়ারি উন্নয়ন মেলায় পিরোজপুর জেলার সমন্বয়ের দায়িত্ব পালন করছেন তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ। তিনি ১১ জানুয়ারি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আয়োজিত উন্নয়ন মেলায় যোগ দেবেন।  
 
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ এবং ময়মনসিংহ ও গোপালগঞ্জে দু’টি স্বয়সম্পূর্ণ ১০ কিলোওয়াট এফএম বেতার কেন্দ্র স্থাপন প্রকল্প পরিদর্শন করবেন তথ্যসচিব।
 
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।