ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রসিক নির্বাচনে সরকারি দল কোনো হস্তক্ষেপ করেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
রসিক নির্বাচনে সরকারি দল কোনো হস্তক্ষেপ করেনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

পঞ্চগড়: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সরকারি দল কোনো হস্তক্ষেপ করেনি। রংপুরে আমরা হেরে গেলেও নির্বাচনের রায় মেনে নিয়েছি।

তিনি বলেন, মানুষকে কষ্ট দিয়ে শেখ হাসিনা রাজনীতি করেন না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে রংপুরে।

বিএনপি কেন নির্বাচন নিয়ে আশঙ্কা করছে তা আমরা জানি। বিএনপি জানে, জাতীয় নির্বাচন রসিক নির্বাচনের মতোই হবে। দেশ-বিদেশের পর্যবেক্ষকরা ওই নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেননি। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে যা যা সহযোগিতা করা দরকার শেখ হাসিনার সরকার তা করে যাবে। এখানে ফখরুল সাহেবের ভয় পাওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার (৯ জানুয়ারি) পঞ্চগড়ের বিলুপ্ত গারাতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

বিলুপ্ত ছিটমহলবাসীর উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা এখন স্বাধীন দেশের নাগরিক, আর এই স্বাধীনতা এনে দিয়েছেন শেখ হাসিনা। ৫০ বছরের রেকর্ড ভেঙে সোমবার পঞ্চগড়ে তাপমাত্রা কমে ২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। শীত আসার আগে ২৮ হাজার কম্বল ও নগদ ১১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। আপনারা এখন ছিটমহলবাসী থেকে রাজমহলবাসী।  

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের এমপি নাজমুল হক প্রধান, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

এরপর পঞ্চগড়ের বোদা উপজেলার মডেল স্কুল অ্যান্ড কলেজে শীতবস্ত্র বিতরণ করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।