ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ট্রাকচাপায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বেগমগঞ্জে ট্রাকচাপায় হেলপার নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ট্রাকের চাপায় মো. আসিফ (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ব্যাংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার হাজীপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সকালে চৌমুহনী বাজারের ব্যাংক রোড এলাকায় মালবাহী কয়েকটি ট্রাক ও কার্গো পার্ক করা হয়। পরে এসও এন্টারপ্রাইজের একটি কার্গো ও একটি ট্রাক পাশাপাশি পার্ক করা হয়। একপর্যায়ে চালক ট্রাকটি পেছন দিকে চেপে রাখতে গেলে কার্গোর সামনে থাকা গাড়ির হেলপার আসিফ ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ওই ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।