ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

এবার পুলিশকে লড়তে হবে মাদকের বিরুদ্ধে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
এবার পুলিশকে লড়তে হবে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি পুলিশকে মাদকের বিরুদ্ধে কঠোর ও আপসহীন লড়াইয়ে নামার তাগিদ দেন।

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

জঙ্গিবাদ নির্মূলে পুলিশ ও আইন-শৃঙ্খলাবাহিনীর অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে দক্ষতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলা ও দমন করেছেন, সেই দক্ষতা ও আন্তরিকতা নিয়ে এবার মাদকের বিরুদ্ধে আপনাদের লড়াইয়ে নামতে হবে।

এই মাদক নির্মূলের কাজই হোক আপনাদের লক্ষ্য।

মাদকের কারণে পরিবারগুলো বিপদে পড়ছে। পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের মেধাবী তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।   

জঙ্গিবাদের সমস্যার মতো মাদকের সমস্যাও এক ভয়ানক সমস্যা –একথা উল্লেখ তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়। যে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে আপনারা জঙ্গিবাদ মোকাবেলা ও দমন করে চলেছেন, এখন সেই দক্ষতা ও নিষ্ঠা নিয়ে মাদকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।

ভোটের বছর পুলিশকে কঠোর হওয়ার বার্তা দিয়ে শেখ হাসিনা বলেন, আগামীতে  কোনো রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না। সাধারণ মানুষের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা, এই রাজনীতি গ্রহণযোগ্য নয়। এটা আমাদের কাছে কখনও গ্রহণযোগ্য নয়। এটা আমরা বরদাশত করবো না।

কোনো অভিযানের ক্ষেত্রে কৃতিত্ব দেখাতে রেষারেষিতে না গিয়ে বাহিনীগুলোকে গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সব কাজ কিন্তু সব সময় এককভাবে করা যায় না। নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করে পরিকল্পিতভাবে অভিযানে গেলে হতাহতের সংখ্যা কম হয় এবং বেশি সাফল্য আসে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।