ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
মাগুরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামে সড়ক দুর্ঘটনায় উলফাত (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উলফাত মৌসা গ্রামের হারুনার রশিদের ছেলে।

সে কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রতিবেশী কামাল হোসেন বাংলানিউজকে বলেন, উলফাত বাইসাইকেলে  করে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি  তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) গাফার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।