ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কাতার প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
কাতার প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

ঢাকা: কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ করেছেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ অনুরোধ জানান রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত নজরুল ইসলাম প্রবাসীদের উদ্দেশ্য বলেন, কাতারের যে স্থানীয় আইন-কানুন আছে, সেগুলো আমরা মেনে চলব যেন কাতার কর্তৃপক্ষের সামনে আমাদের ইমেজের ক্ষতি না হয়। রেমিট্যান্স আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। এটা শুধু বাংলাদেশের অর্থনীতির জন্য নয়, এটা আপনার জন্য,  আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে নিজেও উপকৃত হবেন, দেশকেও উপকৃত করবেন।

তিনি বলেন, আপনারা (প্রবাসীরা) যখন দেশে ফেরত যান, সরকার থেকে আপনাদের নানারকম সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে সে বিষয়ে খোঁজ নিয়ে সুযোগ নিতে পারেন।   কাতারে থাকা অবস্থায় যেকোনো প্রয়োজনে আমাদের দূতাবাসের লেবার উইং ও হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করছি। আমরা সব সময় আপনাদের সেবায় নিয়োজিত আছি।

রাষ্ট্রদূত আরও বলেন, একটি অভিযোগ ছিল, পাসপোর্ট পেতে সময় লাগে। আমাদের বর্তমান সরকার এ বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে। তবে এখন আমরা দেখছি, এই অভিযোগ অনেকটাই কমে এসেছে। আমরা মোটামুটি নিয়মিত পাসপোর্ট ডেলিভারি দিতে পারছি। এসব বিষয় নিয়ে আমরা একটি লিফলেটও করেছি। সেটা বিতরণ করছি, আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রবাসীদের এ বিষয়গুলোয় সচেতন থাকার আহ্বান জানিয়েছে তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।