বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) রাত এগারোটায় ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে মিছিলটি শুরু হয়।
মিছিলে ‘সীমান্তে হামলা হলে, জবাব দেবে বাংলাদেশ’, ‘দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘তুমি কে, আমি কে; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘আবরারের রক্ত, বৃথা যেতে দিব না’সহ একাধিক স্লোগান দিয়ে মিছিল দেন।
মিছিলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম বলেন, আবরারের রক্ত আমাদের শরীরে বহমান আছে। দিল্লির দাস সরকারকে আমরা হঠিয়েছি। ভারতের বাহিনী কোনো বিশৃঙ্খলা করলে বাংলাদেশের সরকার ও বিজিবি জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দিল্লি কখনো আমাদের বন্ধুরাষ্ট্র হওয়ার যোগ্যতা রাখে না।
আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত বলেন, চাপাইনবয়াবগঞ্জে আমাদের কৃষকেরা কাস্তে নিয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের জমি রক্ষার জন্য আমরা শপথ গ্রহণ করছি। বাংলাদেশের এক ইঞ্চি মাটিতে আমরা ভারতের থাবা পড়তে দেব না। গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে আছে। তার বিচার বাংলাদেশের মাটিতে হবে।
আরবি বিভাগের শিক্ষার্থী এম এ সাইদ বলেন, প্রেয়সীকে তাড়িয়ে দেওয়ার কারণে দিল্লির মন খারাপ। আপনাদের মন খারাপের কারণে বাংলাদেশের জনগণের প্রতি ক্ষোভ দেখাতে পারেন না। যদি ভারতীয় বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো আঙুল তুলে, আমরা সে আঙুল ভেঙে দেব। ভারত আগ্রাসী হলে তা আমরা মেনে নেব না।
সমাবেশে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, দর্শন বিভাগের শিক্ষার্থী সরদার নাদিম মাহমুদ শুভসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমআরএম/এমএম