ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্সের সুপ্রিম কোর্ট শাখায় নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্সের সুপ্রিম কোর্ট শাখায় নতুন কমিটি

ঢাকা: সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সু্প্রিম কোর্ট শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে নিয়াজ মোহাম্মদ মাহবুবকে আহবায়ক এবং মো.ফারুক হোসেন তপাদারকে সদস্য সচিব করা হয়েছে।

এ আহবায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

সোমবার ৬ জানুয়ারি রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যাসোসিয়শনের সাধারণ সভায় এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। সাধারণ সভা উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল  ইমরান সজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন, বিডিআর মামলার স্পেশাল প্রসিকিউটর  রেজাউল করিম, অতিরিক্ত পিপি সৈয়দ আবু জাফর রেজভী, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর গাজী তানজিল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
ইএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।