ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৮ মুখপোড়া হনুমানসহ ২ পাচারকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
যাত্রাবাড়ীতে ৮ মুখপোড়া হনুমানসহ ২ পাচারকারী আটক সংগৃহীত ছবি।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ২ পাচারকারী হলেন, রফিকুল ইসলাম (৪৩) ও রবিউল ইসলাম সোহাগ (৩০) ।

বুধবার (৮ জানুয়ারি) যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি-ওয়ারি বিভাগের ওয়ারি জোনাল টিম।  

ডিবি-ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বণ্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ সেই পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।  

ডিবি সূত্র আরও জানায়, আটকরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটকদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩(১) এবং ১২(১) ধারা, একইসঙ্গে ৩৪(খ) এবং ৩৯ ধারায় তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। উদ্ধার করা হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।