ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, খোশালপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী, শিশু ও পুরুষসহ ২৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ।
জানা যায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ জানান, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে বেশ কিছু লোকজন ভারতে যাওয়ার চেষ্টা করছেন। এমন খবর পেয়ে সীমান্তের বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, খোশালপুর এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। এ নিয়ে চলতি বছরে এ সীমান্ত থেকে ৮৯ জনকে আটক করা হলো। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিতি বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
আরএ