নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় তামিম খান (১৬) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে লোহাগড়া পৌরসভার মশাঘুনী এলাকার আইয়ুব হোসেন বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশের ঝোপ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তামিম খান সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগাড়া গ্রামের রুবেল খানের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় কিশোর ভ্যানচালক তামিম। এরপর অনেক খুঁজেও তাকে পাচ্ছিল না পরিবার। এর মধ্যে তামিমের চাচাতো ভাই জানান যে স্থানীয় আমিনুলকে ভ্যানে নিয়ে তামিমকে যেতে দেখেছেন তিনি। পরে স্বজনরা আমিনুলকে আটক করে ঘটনাটি পুলিশকে জানায়।
সদর থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে আমিনুল স্বীকার করেন যে তিনি তামিমকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার করেন। এরপর লোহাগড়া পৌরসভার মশাঘুনি এলাকার আইয়ুব হোসেন বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশের ঝোপে মরদেহ ফেলে দিয়ে তার ভ্যানটি নিয়ে বিক্রি করে দেন।
আমিনুল নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে।
এদিকে আমিনুলের স্বীকারোক্তি মোতাবেক চোরাই ভ্যান কেনাবেচার অভিযোগে নাওরা গ্রামের নেহাল উদ্দিনের ছেলে সরোয়ার (৪২), তার ছেলে ইসমাইল (১৭) ও ঈমান শেখের ছেলে সলেমান শেখকে (৩১) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এসআই