ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় দুই দিন ধরে দেখা নেই সূর্যের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
খুলনায় দুই দিন ধরে দেখা নেই সূর্যের

খুলনা: পৌষের শেষে খুলনায় কনকনে শীতে কাঁপছে মানুষ। শুক্রবার (৩ জানুয়ারি) ও শনিবার (৪ জানুয়ারি) ২ দিন ধরে দেখা মিলছে না সূর্যের।

তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। তাই ঠান্ডা থেকে বাঁচতে কাগজ, পলিথিন ও ছেঁড়া কাপড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। কেউ কেউ চটের বস্তা গায়ে জড়িয়েছেন। প্রচণ্ড শীতে লোকজন ঘর থেকে কম বের হচ্ছেন।

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা সঙ্কুচিত হয়ে পড়ায় সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শীতের তীব্রতার কারণে ঠান্ডাজনিত নানান রোগ-ব্যাধির প্রকোপ বেড়েছে। হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারদের চেম্বারে ভিড় বাড়ছে রোগীর।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে খুলনায় বেড়েছে শীতের পোশাক বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে ফুটপাত থেকে শুরু করে সুপার মার্কেটগুলো।

শনিবার (৪ জানুয়ারি) সকালে খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, শুক্রবার খুলনার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকায় শুক্রবারের থেকে শনিবার তাপমাত্রা একটু বেড়েছে। সামনে আরও শীত বাড়বে। জানুয়ারি মাসজুড়েই শীতের প্রকোপ থাকবে খুলনায়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।