মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে ত্রিপল মার্ডারের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন-কালকিনির আউলিয়ার চর গ্রামের মৃত কাঞ্চন বেপারীর ছেলে মুকুল বেপারী (৪৫) এবং বেলায়েত মৃধা (৪৮)।
গাজীপুরের ডেগেরচালা এলাকায় পৃথক অভিযান চালিয়ে রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা এবং রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সোমবার (৬ জানুয়ারি) কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরএ