ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, ব্যবসায়ীকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, ব্যবসায়ীকে অপহরণ ব্যবসা প্রতিষ্ঠান, ইনসেটে অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণ করে নিয়ে গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার কানু প্রিয় ভান্ডার নামক মার্চেন্ট প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

প্রতিষ্ঠানের কর্মচারী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, সমিতির নিয়মানুযায়ী শুক্রবার মার্চেন্ট পট্টি এলাকায় জুমার নামাজের পরে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাই রাতে বিভিন্ন খুচরা বাজারের আদায়কৃত টাকার হিসাব ও আজই ট্রাকে করে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বনিক এবং তার কর্মচারী শংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে ছিলেন। আনুমানিক সোয়া রাত ১০টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। ডাকাত দলের সবাই কিশোর ও তরুণ বয়সী ছিল। ডাকাতদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছর। তারা সবাই মানকি টুপি পরা ছিল। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের পেছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে নদীপথে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। তার প্রতিষ্ঠানের পেছনেই আলগী নদী। সেই নদী পথে ট্রলারে করে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে অপহরণ করে তেঁতুলিয়া নদীর দিকে চলে গেছেন ডাকাতরা।

প্রতিবেশী ব্যবসায়ীরা বলেন, এমন ঘটনায় ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। রাত ১০টায় এখানে সচারাচর লোকজন চলাচল করে। ডাকাতরা পরিকল্পিতভাবে এই ডাকাতি ও অপহরণ করেছে। মুদি মনোহারি, পাইকারি বা মার্চেন্ট ব্যবসায়ীদের জন্য বিষয়টা উদ্বেগজনক।

এ বিষয় ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ যায়। শিবু বনিককে উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শিবু বনিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরির পাইকারী ব্যবসা করে আসছিলেন। ঘটনাস্থলের অদূরে কালাই নৌ-ফাঁড়ি অবস্থিত।

এ ঘটনার পর ওই বন্দরের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।