ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

আতশবাজিতে পুড়ে গেছে শিশু ফারহানের মুখ-শরীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
আতশবাজিতে পুড়ে গেছে শিশু ফারহানের মুখ-শরীর

ঢাকা: ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ফানুস ওড়ানো, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছিল সরকার। কিন্তু সে নির্দেশনাকে কোনো পাত্তা দেয়নি রাজধানীর বাসিন্দারা।

নিষেধ অমান্য করে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় চলেছে পটকা ফোটানোর উৎসব। শহরের কয়েক জায়গায় ৩ শিশুসহ দগ্ধ হয়েছে পাঁচজন। তারা চিকিৎসা নিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮ বছরের শিশু ফারহান। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। হাসপাতালে ভর্তি ‍আছে সে।

বাকিরা হলো- সিফান মল্লিক (১২), তাফসির (৩) সেন্টু (৪৫) সম্রাট (২০)। সবাই চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। জানা গেছে, এদের সবার শরীরের ১ শতাংশ পুড়ে গিয়েছিল।

ফারহানের শারীরিক অবস্থার বিষয়টিসহ এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, মঙ্গলবার থেকে বুধবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হাসপাতালে এসেছিল। এর মধ্যে ৪ জনের শরীরের এক শতাংশ পুড়েছে। তাদের চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে ফারহান নামে এক শিশুর অবস্থায় গুরুতর। তার শরীরের ১৫ শতাংশ পুড়ছে। ফারহানের মুখ ও শরীর পুড়েছে।

জানা গেছে, শিশু ফারহান তার বাবা-মার সঙ্গে কামরাঙ্গীরচরে বসবাস করে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।