ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু তোলার দায়ে দুই লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু তোলার দায়ে দুই লাখ টাকা জরিমানা

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

নিয়ম লঙ্ঘন করে বিনা অনুমতিতে অভিযানকালে অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে।

কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম শামিম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার গফুর হাওলাদারের মালিকানাধীন মা-বাবার দোয়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় তিনজনকে আটক করা হয়।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, একটি গ্রুপ নদী থেকে বিনা অনুমতিতে বালু তুলছিল। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর মুচলেকা রেখে আটক ব্যক্তি এবং ড্রেজার ছেড়ে দেওয়া হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।