ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই নারীকে পিটুনির ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
দুই নারীকে পিটুনির ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার  অভিযুক্ত রাশেদ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই নারীকে মারধরের ঘটনায় অভিযুক্ত মো. রাশেদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (২৩ ডিসেম্বর) পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

এদিন দুপুরে রাশেদসহ পাঁচজনের নামে সদর থানায় মামলা করে ভুক্তভোগী নারী শেফালী বেগম। এতে রাশেদের বোন রোজিনা আক্তার (৪০), মা রেহানা আক্তার এবং তাদের আত্মীয় ইউসুফ (৪৫) ও তার স্ত্রী আয়েশা খাতুনকে (৩৮) আসামি করা হয়।  

সদর থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

রাশেদ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ হাজী বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। মামলার বাদী শেফালী বেগম অভিযুক্ত রাশেদের ফুফাতো বোন এবং জেলার কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিল্লুর রহিমের স্ত্রী।  

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ওই বাড়িতে অভিযুক্ত রাশেদ তার দুই ফুফাতো বোন শেফালী বেগম ও ভাবনা আক্তারকে লাঠি দিয়ে মারধর করে। যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে ওই নারীকে কাঠ দিয়ে মারধর করছেন রাশেদ নামের ওই যুবক। তাকে স্থানীয় কিছু লোক আটকানোর চেষ্টা করছে।  

এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি কেনেন। সেই জমি জোরপূর্বক তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেন। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে রোববার দুপুরে ভাবনা ও তার খালাতো বোন শেফালী বেগম বাধা দেন। একপর্যায়ে অভিযুক্ত রাশেদ তাদের এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্ত রাশেদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

** জমি সংক্রান্ত বিরোধে দুই নারীকে মারধর, ভিডিও ভাইরাল

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।