গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে গুদাম ও তুলা পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আরএস/আরবি