ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় যুবককে গুলি করে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সাতক্ষীরার জেলার আমুলিয়া রাজাপুরের বাসিন্দা খালেক কারিগরের ছেলে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর হাজী মুহাসীন রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে খুলনার মহানগরের বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা রংমিস্ত্রী মো. সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে। তার পিঠের ডানপাশে গুলি লেগে পেটের বাম দিক দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় সোহেলকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, রাতে নগরের হাজী মহসীন রোডে গুলিবিদ্ধ হয়ে মো. সোহেল নামে এক যুবক খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।