সিলেট: নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার কথা একার নয়, এটি সবার কথা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেট মেরিন একাডেমিতে পাসিং আউট প্যারেড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন।
প্রধান উপদেষ্টার নির্বাচনী ইঙ্গিতে রাজনৈতিক দলগুলো নাখোশ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জাহাজ নিয়ে চিন্তা করি। রাজনীতি রাজনীতির জায়গায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিশ্চয়ই একটা রোডম্যাপ হবে।
নির্বাচন কবে হবে, কী সংস্কার হবে, এগুলোও প্রধান উপদেষ্টার কথায় রয়েছে বলেও জানান সাখাওয়াত হোসেন।
বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে কি-না, এ বিষয়ে তিনি বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। বিশ্ববাসী জানে ১৬ ডিসেম্বরের বিজয় এবং এই নয় মাসের যুদ্ধ আমাদের যুদ্ধ। আমাদের প্রাণহানি হয়েছে। আমাদের মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। নয় মাস আমাদের দেশ বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল। এই সময়ে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
আমরা যুদ্ধ শুরু করেছিলাম, আমরা শেষ করেছি। এখানে ভারতের সাহায্য সহযোগিতার ছিল এতে কোনো সন্দেহ নেই বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এনইউ/এসআইএস