ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মতো করে একটি জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) যে বার্তা দিয়েছেন, সেটা নিয়ে সমালোচনা চলছে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের এ দিনে বাংলাদেশ বিজয় লাভ করলেও মোদীর ওই টুইটে ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়’ বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি (নরেন্দ্র মোদী) তার মতো করে একটি জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।
এসময় তৌহিদ হোসেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী (ড. এস. জয়শঙ্কর) আমাকে বিজয় দিবস উপলক্ষে বাইনেম অভিনন্দন জানিয়েছেন।
মিয়ানমারের অস্থিরতার জন্য টেকনাফের নাফ নদী দিয়ে বাংলাদেশিদের চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, যুদ্ধাবস্থায় অনেক কিছু করতে হয়। সেখানে একটি যুদ্ধ চলছে। তবে আমরা সেই যুদ্ধের অংশীদার না। একটা যুদ্ধাবস্থা চলছে বলে আমাদের সাবধানী হতে হয়।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
টিআর/এইচএ/