ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুরির মামলায় ছাড়া পেলেও ধর্ষণ মামলায় ফের গ্রেপ্তার যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
চুরির মামলায় ছাড়া পেলেও ধর্ষণ মামলায় ফের গ্রেপ্তার যুবক

শরীয়তপুর: শরীয়তপুরে একটি চুরির মামলায় জামিনে বের হওয়ার সঙ্গে সঙ্গে গণধর্ষণ মামলায় ফের গ্রেপ্তার হয়েছেন আল-আমিন তস্তার (৩৬)।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুর জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশ।

কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলায় আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল-আমিন শরীয়তপুর শহরের রূপনগর (ঋষিপাড়া) গ্রামের চাঁনমিয়া তস্তারের ছেলে।  

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২১ নভেম্বর পালং মডেল থানায় দায়ের করা একটি চুরির মামলায় গত রোববার আল-আমিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। তিনদিন কারাগারে থাকার পর মঙ্গলবার আদালত তাকে জামিন দেন। আদালত থেকে জামিন পেয়ে সন্ধ্যা ৭টার দিকে কারাগার থেকে ছাড়া পান আল-আমিন। ছাড়া পেয়ে জেলগেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফের তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচ মাস আগে ঢাকার কেরানীগঞ্জ থানায় এক নারীর দায়ের করা গণধর্ষণ মামলায় পালং মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।  

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আল-আমিনকে গ্রেপ্তারে কেরানীগঞ্জ থানা পুলিশকে আমরা সহযোগিতা করেছি।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।