ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘নিজেদের ঝামেলা নিজেরা মিটিয়ে ফেলবো, বহিঃশক্তির দরকার নেই’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
‘নিজেদের ঝামেলা নিজেরা মিটিয়ে ফেলবো, বহিঃশক্তির দরকার নেই’

বরিশাল: নিজেদের ঝামেলা নিজেরাই মিটিয়ে ফেলবো মন্তব্য করে বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেছেন, আবাদ হলে বিবাদ হবে। জায়গা-জমি, ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ হবে।

ঝামেলা মেটাতে বহিঃশক্তির কোনো দরকার নেই।

বরিশালের উজিরপুর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় উজিরপুর মডেল থানা মাঠে এ মতবিনিময় সভা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

সভায় তিনি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদে কেন মুসলমান নেই প্রশ্ন করে বলেন, কেন আমরা মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ হতে পারি না। ১৯৭১ সালে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা একা দেশ স্বাধীন করেনি। আপামর সাধারণ জনগণ দেশ স্বাধীন করেছে। আমরা সবাই বাংলাদেশি। তাই কারো পাতা ফাঁদে পা না দিয়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি নিয়ে এদেশে মিলেমিশে বসবাস করতে চাই।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।  

আরও বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, জেলা পুলিশের উজিপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদ, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল মান্নান,  উপজেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মো. শাহে আলম, উজিরপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ রায়, ইমাম ও ওলামা মাশায়েক ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু-হানিফ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াজ উদ্দিন রাঢ়ী।

এসআই আব্দুল গনি এর সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন খান ও পৌর বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।