ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের ‘সেলস কার্নিভালে’ বসুন্ধরা টয়লেট্রিজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
শিক্ষার্থীদের ‘সেলস কার্নিভালে’ বসুন্ধরা টয়লেট্রিজ

ঢাকা: শিক্ষার্থীদের বিপণন বিষয়ে ব্যবহারিক শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) শুরু হয়েছে ‘সেলস কার্নিভাল’ নামে উৎসব।

মার্কেটিং বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনের কার্নিভালের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সেহেলি পারভীন বসুন্ধরা পেপারের মার্কেটিং ডিপার্টমেন্ট এজিএম মোহাম্মদ করিমুল আরাফাত।  

কার্নিভালের সহযোগী হিসেবে আছে বসুন্ধরা টয়লেট্রিজ, সাথে প্রচারণা চলছে মোনালিসা ব্রান্ডেরও।  

সেলস কার্নিভালে বিক্রেতার ভূমিকায় রয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। প্রসাধনী পণ্য, হস্তশিল্পসহ রংবেরঙের পোশাক, অন্যপাশে নারীদের অতিপ্রয়োজনীয় পণ্য, বইখাতা, কয়েল টিস্যুসহ নানা প্রয়োজনীয় পণ্য। রয়েছে সাজানো হরেক পণ্যের পসরা, চলছে বেচাকেনা। এ যেন এক উৎসবমুখর মেলা।

এ ধরনের উদ্যোগে অংশীদার হওয়ায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গোল্ডেন জুবিলি সেলস ফেয়ারের আহ্বায়ক  ড. সেহেলি পারভীন।

কার্নিভালে ডিসকাউন্ট ও সাশ্রয়ী মূল্যে বিভিন্ন পণ্য কিনতে পেরে উচ্ছ্বসিত ক্রেতারা। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়াতে ব্যাপক সহায়ক হবে বলে জানানা আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।