ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৪ ডিসেম্বর কামালপুরমুক্ত দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
৪ ডিসেম্বর কামালপুরমুক্ত দিবস

জামালপুর: জামালপুরের ধানুয়া কামালপুরমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয় কামালপুর।

ধানুয়া কামালপুর মুক্ত হওয়ার মধ্য দিয়ে সূচিত হয় জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ ঢাকা বিজয়ের পথ।  

ভারতীয় সীমান্তবর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরে যুদ্ধের শুরুতেই পাকিস্তানি হানাদার বাহিনী গড়ে তোলে শক্তিশালী ঘাঁটি। কামালপুর বিজয়ের লক্ষ্যে একাত্তরের ১১ নভেম্বর হানাদারদের শক্তিশালী ঘাঁটিতে আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের আক্রমণে অবরুদ্ধ হয়ে পড়ে হানাদাররা। ২৩ দিন অবরুদ্ধ থাকার পর ৪ ডিসেম্বর সন্ধ্যায় পাকিস্তানি হানাদার বাহিনীর ১৬২ সৈন্যের একটি দল যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর।

মুক্তিযোদ্ধা আফসার আলী বলেন, কামালপুর অভিযানে শহীদ হয়েছেন ১৯৭ জন মুক্তিযোদ্ধা। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর অফিসারসহ নিহত হন ২২০ জন সেনা। বীর উত্তম থেকে বীর প্রতীক মিলিয়ে সর্বমোট ২৯ জন মুক্তিযোদ্ধা সাহসিকতা পদক পেয়েছেন কেবল মাত্র কামালপুর যুদ্ধের জন্য।  

দিনটি উদযাপন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।