ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি জব্দকৃত মাদক ধ্বংস করেছে বিজিবি

হবিগঞ্জ: হবিগঞ্জে পাঁচ মাসে জব্দকৃত ৭ কোটি ৪২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিজিবি-৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন ক্যাম্পে এসব মাদক ধ্বংস করা হয়।

 

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৪ হাজার ৭৫৬ বোতল বিদেশি মদ, ৩৬ লিটার বাংলা মদ, ৩ হাজার ৪৪৮ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৭৫৫ কেজি গাঁজা, ২ হাজার ৮৮১টি ইয়াবা ট্যাবলেট, বিয়ার ক্যান ১ হাজার ২৫টি, ইস্কপ সিরাপ ৮৯৮ বোতল ও ২০ প্যাকেট বিড়ি।  

মাদকদ্রব্য ধ্বংস করার সময় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, বিজিবি-৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হরিপদ দাস উপস্থিত ছিলেন।

বিজিবির অধিনায়ক জানান, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্ত থেকে এসব মাদক জব্দ করা হয়। মাদক কারবারিদের কাছে এগুলোর বাজার মূল্য ৭ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৩০০। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এ মাদক প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।