ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বনশ্রীতে খালে উল্টে পড়েছে বাস, আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
বনশ্রীতে খালে উল্টে পড়েছে বাস, আহত ৫

ঢাকা: রাজধানীর বনশ্রী মেরাদিয়া ডি-ব্লক এলাকায় আলিফ পরিবহনের একটি বাস সড়কের পাশে খাদে উল্টে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধারের কাজ করছে।

এ ঘটনায় ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রী মেরাদিয়া ডি-ব্লকে সড়ক থেকে আলিফ পরিবহনের একটি বাস উল্টে পাশের খালে পড়ে যায়। খবর পেয়ে সেখানে একটি ইউনিট পাঠানো হয়েছে। পুলিশের রেকারের সাহায্যে বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ডেমরা থেকে বনশ্রী সড়ক হয়ে রামপুরার দিকে যাওয়ার সময় আলিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি উল্টে সড়ক থেকে খালে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা রয়েছেন। তারা বাসটিকে উদ্ধারের চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এজেডএস/আরআইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ