ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সমস্যা সমাধান করতে গিয়ে কারাগারে চেয়ারম্যান!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
সমস্যা সমাধান করতে গিয়ে কারাগারে চেয়ারম্যান! প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত ঝামেলার মীমাংসা করতে গিয়ে কারাগারে গেলেন জয়নাল আবেদীন বাবলু নামে এক প্যানেল চেয়ারম্যান।  

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

জয়নাল আবেদীন বাবলু কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

আটক ইউপি সদস্যের পরিবার জানায়, ভোটমারি ইউনিয়নের শৌলমারী এলাকার রনজিৎ কুমার ও আমিনুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তিনদিন আগে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মীমাংসা করার চেষ্টা করেন। পরে আমিনুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় জয়নাল আবেদীন ও রঞ্জিত কুমারসহ ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। সোমবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ জয়নাল আবেদীনকে আটক করে জেলহাজতে পাঠায়।

এ ব্যাপারে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিষয়ে এজাহারের সূত্র ধরে ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।