ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোন নিহত

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোন নিহত হয়েছে।  সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত দুই ভাইবোন ওই গ্রামের কৃষক জয়নাল আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাসিনুর রহমান (৫)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী জানান, বিকেলে তারা ভাই-বোন বাড়ির সামনে খেলা করছিল। এসময় বসতঘরের ভেতরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে তারা দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান কৃষক জয়নালের দুই সন্তান বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। এদিন বাদ এশা শিশু দুইটিকে দাফন করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।