ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদ একদিনের রিমান্ডে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদ একদিনের রিমান্ডে

মৌলভীবাজার: বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহিদের একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে আব্দুস শহীদকে হাজির করা হয়।

এ সময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস শহিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে, আসামির বয়স ও বার্ধক্যজনিত বিষয় বিবেচনা করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক জানান, শহিদের বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক আইনে করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাকে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড চান। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত নামঞ্জুর করেন।

উল্লেখ্য, সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহিদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
বিবিবি/এমজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।