ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনা কর্মকর্তা সেজে মামলার হুমকি, প্রতারক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
সেনা কর্মকর্তা সেজে মামলার হুমকি, প্রতারক আটক

রাজশাহী: রাজশাহীতে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে সেনা কর্মকর্তা সেজে মামলার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

সোমবার র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মতিহারের মির্জাপুর এলাকা থেকে গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪) নামের এই প্রতারককে আটক করে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি প্রতারক মাহিম আঁচল উন্নয়ন সামাজিক সংস্থার কর্মী শাওন আহমেদকে (২৯) ফোন করেন ডিজিএফআইয়ের কর্মকর্তা সেজে। মাহিম জানান, শাওনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে দেখা করলে তিনি তাকে মামলা থেকে বাঁচিয়ে দেবেন।

তার কথামতো শাওন ২১ নভেম্বর বিনোদপুর বাজারে মাহিমের সঙ্গে দেখা করেন। তখন মাহিম নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট এবং তিনি ডিজিএফআইয়ে কর্মরত আছেন বলে দাবি করেন।

মামলা থেকে বাঁচাতে শাওনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন মাহিম। তখন শাওন টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান। পরে মাহিম ২৩ নভেম্বর শাওনকে আবার ফোন করেন এবং নিজেকে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার হিসেবে পরিচয় দিয়ে তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার হুমকি দেন।

র‌্যাব জানায়, শাওনের কাছ থেকে অভিযোগ পেয়ে র‌্যাব এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর প্রতারক মাহিমকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারক মাহিমের নামে থানায় মামলা করেছেন শাওন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।