ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
নীলফামারীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২ দীপক চক্রবর্তী

নীলফামারী: নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

 

গ্রেপ্তার দীপক বাবুপাড়া মহল্লার মৃত মানিক চক্রবর্তীর ছেলে।

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপক।

এছাড়া জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি ইয়াসিন ওরফে গনে কসাই নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ।  

শুক্রবার (২৩ নভেম্বর) রাতে ডিমলা উপজেলার সুটিবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার মৃত টোকরা মামুদের ছেলে ইয়াসিন।  

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশুকুড়ি এলাকার সিদ্দিক আলী হত্যা মামলার এজাহার নামীয় আসামি দীপক চক্রবর্তি এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা মামলার এজাহার নামীয় আসামি ইয়াসিন ওরফে গনে কসাই। গ্রেপ্তারদের আদালতে শনিবার (২৩ নভেম্বর) বিকেলের মধ্যে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।