ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের ৬৯তম জন্মদিন পালন হলো নীরবেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের ৬৯তম জন্মদিন পালন হলো নীরবেই

রাজশাহী: নিজের হাতে গড়া ‌‘ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ’ এর উদ্যোগে অনেকটা নীরবেই পালিত হলো প্লেব্যাক সম্রাট কণ্ঠরাজ এন্ড্রু কিশোরের ৬৯তম জন্মদিন।  

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে রাজশাহীর সেফ গার্ডেন রেস্তোরাঁয় তার জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জন্মদিনের কেক কাটা ও তার জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠরাজ এন্ড্রু কিশোরের সহধর্মিনী লিপিকা এন্ড্রু, এন্ড্রু কিশোরের বোন ডা. শিখা বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সহ-সভাপতি কাজী সুলতান মাহমুদ ওরফে কাজী মন্টু।

অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম খোকন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শফিকুল আলম বাবু ও শফি মাহমুদ লেলিন।

এদিকে পরিবারের পক্ষ থেকেও আজ ভিন্নভাবে দিনটি পালন করা হয়।

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ২০২০ সালের ৬ জুলাই ৬টা ৫৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসার পর রাজশাহীতে থাকা তার বড় বোনের বাড়িতেই এন্ড্রু কিশোরের মৃত্যু হয়। ১৯৫৫ সালের ৪ নভেম্বর তিনি এ রাজশাহীতেই জন্মগ্রহণ করেন। চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মাতিয়ে রেখে না ফেরার দেশে চলে যান।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ সিনেমার মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করেন এন্ড্রু কিশোর। এরপর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য সব জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।