ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে আগুনে পুড়ল ৮ প্রতিষ্ঠান

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
হোসেনপুরে আগুনে পুড়ল ৮ প্রতিষ্ঠান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আগুন লেগে মালামালসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


শুক্রবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হোসেনপুর পৌরসভার মিষ্টিপট্টি মোড় এলাকায় আগুনের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে হোসেনপুর পৌরসভার মিষ্টিপট্টি মোড় এলাকায় ফিরোজা মেডিকেল হল ও বৈশাখী হোটেলে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে আরও ছয়টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সর্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই মালামালসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।  

এদিকে আগুন লাগার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মণ্ডল ও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

এ বিষয়ে হোসেনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এতে কিছু মালামাল উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।  

বিষয়টি তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। কি পরিমাণ ক্ষতি হয়েছে তাও তদন্তের পর বলা যাবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।