ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গলায় জলপাইয়ের বিচি আটকে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
গলায় জলপাইয়ের বিচি আটকে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গলায় জলপাইয়ের বিচি আটকে তুবা মনি (১ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ ঘটনা ঘটে।

তুবা মনি ওই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে খেলা করার সময় একটি জলপাইয়ের বিচি মুখে নেয় তুবা মনি। একপর্যায়ে বিচিটি গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়ে খিঁচুনি শুরু হয় তুবার। পরে শরীর নিস্তেজ হয়ে পড়লে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক শিশুটিকে (তুবা মনি) মৃত ঘোষণা করেন।  

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ ঈশা খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।