ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় এলাকায় অঞ্জলী রাণী বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ অক্টোবর) সকালের দিকে দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার ওই গৃহবধূর নিজ বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করা হয়।

পরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্বজন ও প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।  

নিহত অঞ্জলী রাণী দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার গণেশ প্রামাণিকের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে স্বামী-স্ত্রী একাকী বসবাস করতেন। রোববার সকালে স্বামী কাজের উদ্দেশে বেরিয়ে গেলে স্ত্রী বাড়িতে একাই ছিলেন। এ সময় দীর্ঘ সময় তার সাড়া শব্দ না পেয়ে এক স্বজন এসে ডাকাডাকি করেন। সন্দেহ হলে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান গলা কাটা মরদেহ পড়ে আছে। ঘর থেকে টাকা ও স্বর্ণ লুট হয়েছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা।

পুলিশের প্রাথমিক ধারণা, চুরির উদ্দেশে বাইরের কেউ ওই বাড়িতে প্রবেশ করে। এসময় ওই গৃহবধূ বাথরুমে ছিলেন। পরে তিনি ঘরে প্রবেশ করলে হত্যার শিকার হন।  

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্তকাজ চলছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।