ঢাকা, সোমবার, ২ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় বাইকার ও রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় বাইকার ও রিকশাচালক নিহত দুর্ঘটনাকবলিত স্থান

ফরিদপুরে তরমুজবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও এক রিকশাচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহীর মা।

রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কে ফরিদপুর সদরের শিবরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী।  

নিহত ব্যক্তিরা হলেন- মোটরসাইকেল আরোহী ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২৪) ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের রিকশাচালক শাজাহান শেখ (৫২)।   

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী তরমুজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেলের পিছনে থাকা নিহত নয়নের মা।  

এছাড়া আহত অটোরিকশাচালক শাজাহান শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যায়। নিহত দুজনেই একই এলাকার বাসিন্দা।  

এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী নিশ্চিত করে জানান, ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।