ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন ডিএস শাহ সুফী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৩২ এএম, মার্চ ১৭, ২০২৫
সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন ডিএস শাহ সুফী শাহ সুফী নুর মোহাম্মদ

নীলফামারী: দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) হিসেবে যোগ দিলেন শাহ সুফী নুর মোহাম্মদ। তিনি ডিএস হিসেবে দায়িত্বভার নিয়েছেন।

 

অনেকটা নাটকীয় ভাবে বিদায় নেন সাবেক ডিএস মোস্তফা জাকির হাসান। নুর মোহাম্মদ তার স্থলাভিষিক্ত হলেন।  

শাহ সুফী নুর মোহাম্মদ ইতিপূর্বে রেলওয়ের পাকশী বিভাগে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সৈয়দপুরে পদায়িত হলেন। ডিএস হিসেবে সৈয়দপুরে দায়িত্ব পালনকালে নুর মোহাম্মদ রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ের সন্তান।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ২:৩২ এএম, মার্চ ১৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।