ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে রাবনা বাইপাসে পড়ে ছিল এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
টাঙ্গাইলে রাবনা বাইপাসে পড়ে ছিল এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রাবনা বাইপাস এলাকার সুফিয়া নামে এক নারী তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি অবগত করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, জাতীয় জরুরি নম্বর ৯৯৯ থেকে আমাদের সংবাদ দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।  

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানতে পারবো।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।