ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারীর জন্য সহিংসতামুক্ত বিশ্ব গড়ার আহ্বান উপদেষ্টা শারমীনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
নারীর জন্য সহিংসতামুক্ত বিশ্ব গড়ার আহ্বান উপদেষ্টা শারমীনের

ঢাকা: ব্রাজিলে নারীর ক্ষমতায়নবিষয়ক জি-২০ মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শুক্রবার (১১ অক্টোবর) মন্ত্রী পর্যায়ের এ সভাটি এমপাওয়ারমেন্ট অব উইমেন ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভার পর অনুষ্ঠিত হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উপদেষ্টা এমন এক বিশ্ব তৈরির জন্য ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান জানান, যেখানে নারী ও মেয়েরা সহিংসতা, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা থেকে মুক্ত হতে পারে। তিনি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

শারমীন এস মুরশিদ বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য জি-২০ ব্রাজিলিয়ান প্রেসিডেন্সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জি-২০ এর নারীর ক্ষমতায়ন ওয়ার্কিং গ্রুপের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উদ্ভাবনী ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসায়িক মডেলের মাধ্যমে লিঙ্গ সমতা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি প্রচারে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন।  

বিশ্বব্যাপী নারীরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। অহিংসা, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের মতো সর্বজনীন মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য সবাইকে আহ্বান জানান।

সফরকালে উপদেষ্টা বিশ্ব নেতাদের সঙ্গে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা এবং নারী বিষয়কমন্ত্রী সিডা গনসালভেসের সঙ্গে নারীর ক্ষমতায়নে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করেন। দক্ষিণ আফ্রিকার মন্ত্রী লিডিয়া সিন্ডিসিওয়ে চিকুঙ্গার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।  

ইউএস অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ফর গ্লোবাল উইমেনস ইস্যু, গীতা রাও গুপ্তাও উপদেষ্টা মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত গুপ্তা বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।