ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতার আন্দোলনে গুলি: ময়মনসিংহ ছাত্রলীগ নেতা অনি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
ছাত্র-জনতার আন্দোলনে গুলি: ময়মনসিংহ ছাত্রলীগ নেতা অনি গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

রোববার (২৯ সেপ্টেম্বর) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার অনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব এএসপি ইমরান খান জানান, গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলনে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব তাকে গ্রেপ্তার অভিযানে নামে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে অনিকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।