ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাপাইগাছি বিলে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
চাপাইগাছি বিলে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার চাপাইগাছি বিলে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার নায়েব আলীর মেয়ে অনামিকা (১৫) ও গোলাম আলীর মেয়ে নাজনীন (১১)। তারা দুজনে সম্পর্কে ফুপু-ভাতিজি।  

জানা গেছে, বিকেলে ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিলের অংশ মাছপাড়ায় বেড়াতে যায় ফুপু অনামিকা, ভাতিজি নাজনীনসহ তিনজন। সেসময় বিলে নৌকা ভ্রমণের সময় অসতর্কতাবশত পানিতে পড়ে যায় অনামিকা ও নাজনীন। বিলে পানি বেশি থাকায় ও সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। তার পরে থেকেই নিখোঁজ হয় তারা দুজনে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার জানান, রাত ৭টার দিকে পরিবারের লোকজন নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ দুজনের মরদেহ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।