ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক  নাছির উদ্দিন নান্নু

ভোলা: ভোলায় যৌথবাহিনী অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও দশটি দেশীয় অস্ত্রসহ মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে রাসেলকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে জেলা শহরের আবহাওয়া অফিস সংলগ্ন নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।  

কোস্টগার্ড জানায়, দৌলতখান উপজেলার মদনপুর ইউপির চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও মেঘনা নদীতে দস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র ও আসামিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।