ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মব জাস্টিসে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আসিফ নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
মব জাস্টিসে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা: মব জাস্টিস, গণপিটুনি, আইন নিজের হাতে তুলে নিলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।  

তিনি বলেছেন, এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তত রকম পদক্ষেপ নেব।

উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আসিফ নজরুল বলেন, মব জাস্টিসের যে ঘটনা ঘটেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সে আমাদের সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদের খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তত রকম পদক্ষেপ নেব।

তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, এখানে কোনোরকম মব জাস্টিস, কোনোরকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলো কোনোভাবেই গ্রহণ করা হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণ করা হবে না।

আসিফ নজরুল আরও বলেন, এগুলো যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে; আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এমইউএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।