ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলনে নিহত আসিফের পরিবারের পা‌শে সাবেক এমপি হাবিব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
ছাত্র আন্দোলনে নিহত আসিফের পরিবারের পা‌শে সাবেক এমপি হাবিব 

সাতক্ষীরা: ‌বৈষম্য‌বি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নে রাজধানীর উত্তরায় নিহত সাতক্ষীরার দেবহাটার আ‌সিফ হাসা‌নের প‌রি‌বা‌রের খোঁজখবর নি‌য়ে‌ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দেবহাটার আষ্কারপু‌রে গি‌য়ে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করেন তি‌নি।

প‌রে তি‌নি আসিফের পরিবারের সদস্যদের সঙ্গে কথা ব‌লেন ও আর্থিক সহায়তা প্রদান ক‌রেন।  

এসময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, ছাত্রজনতা তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে ফ্যাসিবাদী হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে। এজন্য তাদের স্যালুট জানাই।  

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান। আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আষ্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে। তিনি নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।